সেতু এনজিও তে ৭৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । SETU_NGO_JOB_CIRCULAR_2024

সেতু এনজিও তে ৭৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । SETU NGO JOBCIRCULAR 2024

সেতু এনজিও তে ৭৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । SETU_NGO_JOB_CIRCULAR_2024
SETU_NGO_JOB

বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু (SETU)  যা বিগত ৪২ বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচী, স্যানিটেশন, শিক্ষা, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবারহ জলবায়ু পরিবর্তন প্রভূতি কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। সংস্থাটি বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের প্রায় ১৬টি জেলায় ২.০০ লক্ষ পরিবারে সেবা প্রদান করে আসছে।

 

“যে কোন সরকারী, বেসরকারী চাকুরীর বিজ্ঞপ্তি এবং প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংখ্যা পেতে নিয়মিত ভিজিট করুন bdcareerdesk.info ওয়েবসাইটে। NGO JOB CIRCULAR 2024 | SETU NGO JOB”


সম্পতি বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু (SETU) ক্ষূদ্রঋণ কর্মসূচী সম্প্রসারনের লক্ষ্যে ০৫টি পদে নিয়োগের জন্য মোট ৭৭ টি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলোনি রোড, কোর্ট পাড়া, পোস্ট বক্স-১০, কুষ্ঠিয়া-৭০০০ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে কুরিয়ার/ডাক যোগে/সরিসরি পৌছাতে বলা হয়েছে। যেসব পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শুন্য পদের সংখ্যা, আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হলোঃ

 

০১।পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক

পদসংখ্যাঃ ০৫ জন

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

বেতন ভাতাদিঃ শিক্ষানবীশ কালে ৩৭,৪৫০/- টাকা এবং নিয়মিত করনের পর ৪৪,১০০/- প্রদেয় হবে।

 

০২। পদের নামঃ প্রশিক্ষক

পদসংখ্যাঃ ০২ জন

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

বেতন ভাতাদিঃ ৩১,০০০/- টাকা সর্বসাকুল্যে প্রদেয় হবে।

 

০৩। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

পদসংখ্যাঃ ১৫ জন

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়সঃ ২৮-৩৫ বছর।

বেতন ভাতাদিঃ শিক্ষানবীশ কালে ২৪,০৫০/- টাকা এবং নিয়মিত করনের পর ২৭,৯০০/- প্রদেয় হবে।

 

০৩। পদের নামঃ অভ্যন্তরীন প্রশিক্ষক

পদসংখ্যাঃ ০৫ জন

আবেদনের যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী। সিএ/সিসি

অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়সঃ ২৮-৩৫ বছর।

বেতন ভাতাদিঃ বেতনঃ ২৭,৯০০/- সর্বসাকুল্যে প্রদেয় হবে।

 

০৪। পদের নামঃ ফিল্ড অফিসার

পদসংখ্যাঃ ৫০ জন

আবেদনের যোগ্যতাঃ নূন্যতম স্নাতক ডিগ্রী

অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়। বয়সঃ ২৮-৩৫ বছর।

বেতন ভাতাদিঃ শিক্ষানবীশ কালে ১৮,০০০/- টাকা এবং নিয়মিত করনের পর ২০,৮০০/- প্রদেয় হবে।

 

শর্তাবলীঃ

০১। শিক্ষানবীশকাল ০৬ মাস।

০২। নিয়মিতকরনের পর সংস্থার নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবে।

৩। ৩ ও ৫ নং পদের জন্য আবাসন সুবিধা পাবেন।

০৪। সকল পদে মোবাইল বিল ভাতা প্রাপ্ত হবেন।

০৫। চাকুরীতে যোগদানের সময় ১০০০০/- টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে দিতে হবে।

আবেদনের জন্য সদ্য তোলা ০৩ কপি ছবি এবং স্বহস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন নির্বাহী পরিচালক বরাবর আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে। সার্কুলারের কপি নিচে দেওয়া হলোঃ 

সেতু এনজিও তে ৭৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । SETU_NGO_JOB_CIRCULAR_2024

 

 


Next Post Previous Post