বেসরকারী সংস্থা আম্বালা ফাউন্ডেশন এনজিও-এ ৩৬০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । Ambala Foundation job Circular 2024

 বেসরকারী সংস্থা আম্বালা ফাউন্ডেশন (এনজিও) ০৪টি পদের বিপরীতে মোট ৩৬০টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বিজ্ঞপ্তিটির সুত্রঃ প্রথম আলো ০২ ফেব্রুয়ারী, ২০২৪ সংখ্যায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিম্নে উপস্থাপন করা হলোঃ

আম্বালা ফাউন্ডেশন এনজিও

বেসরকারী সংস্থা আম্বালা ফাউন্ডেশন এনজিও-এ ৩৬০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 

০১। পদের নামঃ এলাকা ব্যবস্থাপক

পদসংখ্যাঃ ১০ জন

বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

আবেদনের যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন-ভাতাঃ 

  • শিক্ষানবীশ কালে ৪৬০০০/- এবং স্থায়ী করনের পর ৫৩,৪৪০/- টাকা এবং প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স বাবদ খরচ এবং অন্যান্য সুযোগ সুবিধা।

অভিজ্ঞতাঃ 

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০১ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ 

  • এরিয়া কার্যালয়।

ব্রাক এনজিওতে কর্মসূচী সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

০২। পদের নামঃ অডিট অফিসার

  • পদসংখ্যাঃ ১০ জন।
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

আবেদনের যোগ্যতাঃ 

  • বানিজ্য বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর।

বেতন-ভাতাঃ 

  • শিক্ষানবিশ কালে ২৮,৮০০/- এবং স্থায়ীকরনের পরে সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত বেতন স্কেলে সার্বসাকুল্যে ৩২,৮১০/-

অভিজ্ঞতাঃ 

  • জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অডিটর হিসেবে ০১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ 

  • প্রধান কার্যালয়, ঢাকা।

 বেসরকারী সংস্থা আম্বালা ফাউন্ডেশন এনজিও-এ  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । Ambala Foundation job Circular 2024

০৩। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

  • পদসংখ্যাঃ ৪০ জন।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
  • আবেদনের যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

বেতন-ভাতাঃ 

  • শিক্ষানবিশ কালে ৩৪,৬০০/- এবং স্থায়ীকরনের পরে সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত বেতন স্কেলে সার্বসাকুল্যে ৪১,৭৬০/-

অভিজ্ঞতাঃ 

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০১ বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কমপক্ষে ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ 

  • শাখা কার্যালয়।


বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৯/০১/২০২৪খ্রিঃ

 

০৪। পদের নামঃ ক্রেডিট অফিসার

  • পদসংখ্যাঃ ১০০জন।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের যোগ্যতাঃ 

  • এইচএসসি /স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

বেতন-ভাতাঃ 

  • শিক্ষানবিশ কালে ২৫,০০০/- এবং স্থায়ীকরনের পরে সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত বেতন স্কেলে সার্বসাকুল্যে ২৯,৪৪৭/-

অভিজ্ঞতাঃ 

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে ক্রেডিট অফিসার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থলঃ 

  • শাখা কার্যালয়।

 আম্বালা ফাউন্ডেশন এনজিও-এ ৩৬০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । Ambala Foundation job Circular

শর্তাবলীঃ 

  • আবেদকারীদের বাংলাদেশের যে কোণ জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সকল প্রার্থীদের কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে।

সুযোগ সুবিধাঃ 

  • বছরে ০৩টি বোনাস, 
  • প্রভিডেন্ড ভান্ড, 
  • কর্মী কল্যান ফান্ড, 
  • বাৎসরিক ইনসেটিভ, 
  • সাপ্তাহিক ছুটি দুই দিন। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের একক আবাসান সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি এবং অভিজ্ঞতা সনদপত্র এবং বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তার প্রমানক এবং ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ০৮ মার্চ ২০২৪খ্রিঃ তারিখ সরকারী জামিলা আইনুল উচ্চ বিদ্যালয়, খিলজী, রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর ঢাকা-১২০৭ (আশা টাওয়ারের পিছনে) সকাল ০৮-১০ ঘটিকায় অনুশঠিত পরিক্ষায় অংশ গ্রহণ করতে বলা হলো। সাক্ষাৎকারের সময় সকল সনদ পত্রের মূল কপি আনতে হবে।


নিয়মিত সরকারী বেসরকারী এনজিও জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে www.bdcareerdesk.info ওয়েবসাইটে ভিজিট করুন। 

 

 

 

 

Next Post Previous Post