কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী-২০২৪খ্রিঃ মাসের উল্লেখযোগ্য ৫০টি প্রশ্নোত্তর । বিডি ক্যারিয়ার ডেস্ক । Bd Career Desk

 

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী-২০২৪খ্রিঃ মাসের উল্লেখযোগ্য ৫০টি প্রশ্নোত্তর: 


কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী-২০২৪খ্রিঃ


 ১। দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কে?

কবির বিন আনোয়ার।

 ২। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কে?

মোঃ তোফাজ্জল হোশেন মিয়া।

 ৩।বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?

ড. আহমদ কায়কাউস।

 ৪। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

ড. কামাল উদ্দিন আহমেদ।

 ৫।দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?

২৮ ডিসেম্বর ২০২২।

 ৬। নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে?

২৯ নভেম্বর ২০২২।

 ৭। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?

আড়াইহাজার, নারায়নগঞ্জ।

 ৮। সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন?

কাঠাল

 ৯। বর্তমানে দেশে কতটি পৌরসভা?

৩৩০টি।

 ১০। ২৭ নভেম্বর ২০২২ একনেকের ১১৮তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়?

শ্যামনগর, সাতক্ষীরা।

 ১১। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কী নামকরণ করা হয়?

ঝাউদিয়া থানা।

 ১২। ভারতের প্রথম যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট কে?

সানিয়া মির্জা।

 ১৩। অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান “বি-২১” রাইডার কোন দেশের তৈরি?

যুক্তরাষ্ট্র।

 ১৪। পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?

দিনা বলুয়ার্তে।

 ১৫। জাতিসংঘ ঘোষিত ২০২৩ সাল কোন বর্ষ ?

International Year of Millets, International Year of Dialogue as Guarantee of Peace

 16। জাতিসংঘ ঘোষিত International Year of Rangelands and pastoralists কোন সালে?

২০২৬সালে।

 ১৭। ২০২৩ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?

আক্রা (ঘানা)

 ১৮। অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের ২০২২ সালের বর্ষসেরা শব্দ কোনটি?

Golbin mode.

 ১৯। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ?

সংযুক্ত আরব আমিরাত

 ২০। ১১ ডিসেম্বর ২০২২ সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায়?

Rashid.

 ২১। ০১ জানুয়ারী ২০২৩ জি-৭ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ফুমিও কিশিদা (জাপান)।

 ২২। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি?

১৭৫টি।

 ২৩। ২৯ নভেম্বর ২০২২ কোন দেশ অভিবাসন সংস্থার (IOM) এর ১৭৫ তম সদস্যপদ লাভ করে?

বার্বাডোস

 24। Forbes’র ২০২২ সালের প্রতিবেদন অনুয়ায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে?

উরসুলা ভন ডার লেন [(জন্ম ৮ই অক্টোবর ১৯৫৮) একজন জার্মান রাজনীতিবিদ এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি নির্বাচিত। তিনি ২০১৩ সাল থেকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছে]

 ২৫। Forbes’র ২০২২ সালের প্রতিবেদন অনুয়ায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর  তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান কত?

 ৪২তম

২৬। ২০২২ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?

 ভলেদিমির জেলেনস্কি (ইউক্রেন)

 ২৭। EIU-এর ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?

 সিঙ্গাপুর সিটি এবং নিউয়র্ক

 ২৮। EIU-এর ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সস্তা শহর কোনটি?

 দামেস্কো সিরিয়া।

 ২৯। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?

 ভারত

 ৩০। প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

 চীন

 ৩১। প্রবাসী আয়ে GDP-অবদানে শীর্ষ কোনটি?

 টোঙ্গা।

 ৩২। GFP সামরিক ব্যয়ে র‍্যাঙ্কিয়ে শীর্ষ দেশ কোনটি?

 যুক্তরাষ্ট্র

 ৩৩। GFP সামরিক ব্যয়ে র‍্যাঙ্কিয়ে সর্বনিম্ন দেশ কোনটি?

 আইসল্যান্ড

৩৪। GFP সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত?

 ৫০তম

 ৩৫। ২০২২ সালে গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবেটিকস উপাধিতে ভূষিত হন কে?

 শেখ হাসিনা।

 ৩৬।বিশ্বে রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?

 চীন।

 ৩৭। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

 যুক্তরাষ্ট্র

 ৩৮। তৈরি পোশাক রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?

 চীন

 ৩৯। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থান কত?

 ২য়

৪০। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি?

 যুক্তরাষ্ট্র

৪১। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?

 চীন

৪২। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানীতে শীর্ষ দেশ কোনটি?

 যুক্তরাষ্ট্র 

৪৩। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানীতে বাংলাদেশের অবস্থান কত?

 ৪র্থ

 ৪৪। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী বই A story of My Time গ্রন্থের লেখক কে?

 মঞ্জুরুল হক।

৪৫। ১৬ ডিসেম্বর ২০২২ সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “জয় বাংলা” এর পরিচালক কে?

 কাজী হায়াৎ।

৪৬। অক্টোবর ২০২২ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়?

 ইতালীয় (অনুবাদকঃ আন্না কোক্কিয়ারেল্লা)

৪৭। ২০২২ সালে কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?

 ৩০টি। 

৪৮। বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?

 ০২টি। 

৪৯। বাংলাদেশে প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরী করেন কে?

 জাকির হোসেন।

প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, চাকরীর বিজ্ঞপ্তি এবং ক্যারিয়ার ডেভলোপমেন্ট সংক্রান্ত তথ্যাবলী সবার আগে পেতে চোখ রাখুন বিড ক্যারিয়ার ডেক্স এর ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে

 

BD CAREER DESK: FACEBOOK PAGE

BD CAREER DESK: WEBSITE

Next Post Previous Post