ন্যাশনাল ‘পে’ কার্ডের যুগে প্রবেশ করলো বাংলাদেশ! বিডি ক্যারিয়ার ডেস্ক

 

ন্যাশনাল ‘পে’ কার্ডের যুগে প্রবেশ করলো বাংলাদেশ! বিডি ক্যারিয়ার ডেস্ক
ন্যাশনাল ‘পে’ কার্ডের যুগে প্রবেশ করলো বাংলাদেশ! 

আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে এবং বিদেশী মুদ্রা সাশ্রয়ে ০১ নভেম্বর ২০২৩খ্রিঃ তারিখে “টাকা পে” কার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল পে কার্ডের যুগে প্রবেশ করে। টাকা পে- কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে বাংলাদেশ ব্যাংকের অধীণ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (সংক্ষেপে এনপিএসবি) এর মাধ্যমে।

এই পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে এখন থেকে এক ব্যাংকের গ্রাহক অন্যে ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

জাতীয় ডেবিট কার্ড ফ্রান্সের প্যারিসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান “ফিম” তৈরি করে। কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক স্ট্রিপ। বর্তমানে দেশের অভ্যন্তরে ৪৩টি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করে।  কিন্তু বাংলাদেশের নিজস্ব কোন কার্ড না থাকায় ব্যাংক গুলো এতদিন সার্ভিস চার্জের বিনিময়ে বিদেশী কোন কার্ড সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বদ্ধ ছিলো। এর জন্য বার্ষিক ফি দিতে হতো। এছাড়াও বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই ভারতে ভ্রমণ করেন এ জন্য ভারতে গিয়ে মার্কিন ডলার কিনে ভারতীয় রুপীতে রুপান্তর করে। এ অবস্থা থেকে পরিত্রানকল্পে ১৮ জুন ২০২৩খ্রিঃ তারিখে “টাকা পে” নামের ডেবিট কার্ডটি প্রবর্তনের ঘোষনা দেওয়া হয়।


"শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন বিডি ক্যারিয়ার হেল্প ডেস্ক এর ওয়েবসাইটে"

Next Post Previous Post