বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ। BD CAREER DESK| বিডি ক্যারিয়ার ডেস্ক


বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ। BD CAREER DESK| বিডি ক্যারিয়ার ডেস্ক
শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ

৩০ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩খ্রিঃ তারিখে ভারতের নয় দিল্লিতে SEARO’র ৭৬ তম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনের তৃতীয় দিনে ০১ নভেম্বর “WHO” ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অফিসের একটি South East Asia Region (SEARO). সদস্য দেশ গুলোর প্রতিনিধি নিয়ে এ অফিস গঠিত। সদস্য ১১ টি দেশ হলোঃ বাংলাদেশ, ভূটান, ঊত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও মিয়ানমার।

২২-২৭ জানুয়ারী ২০২৪সালে সুইজারল্যান্ডের জেনেভার WHO”এর ১৫৪তম অধিবেশনে তার মনোনয়ন জমা দেওয়া হবে.০১লা ফেব্রুয়ারী ২০২৪ সালে নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ দায়িত্ব গ্রহণ করবেন।  বিডি_ক্যারিয়ার_ডেস্ক

Next Post Previous Post