পল্লী বিকাশ কেন্দ্র (PBK)” এ ১০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । বিজ্ঞপ্তি প্রকাশ-১২/০২/২০২৪খ্রিঃ

 

পিকেএসএফ (PKSF) এর অর্থায়নে পরিচালিত বেসরকারী সংস্থাঃ পল্লী বিকাশ কেন্দ্র (PBK)” এ ১০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-১২/০২/২০২৪খ্রিঃ
পল্লী বিকাশ কেন্দ্র (PBK)” এ ১০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পিকেএসএফ (PKSF) এর অর্থায়নে পরিচালিত বেসরকারী সংস্থাঃ পল্লী বিকাশ কেন্দ্র (PBK)” মাইক্রোক্রেডিট অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত একটি সংস্থা যারা পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অবস্থার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পল্লী বিকাশ কেন্দ্র (PBK)” চারটি পদের বিপরীতে মোট ১০০টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রাম পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী জনগোষ্ঠীকে ১২/০২/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে ডাকযোগে অথবা ইমেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। যেসব পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা বেতন কাঠামো এবং বিস্তারিত নিম্নে বর্ননা করা হলোঃ

PBK JOB CIRCULAR 2024 | NGO JOB CIRCULAR 2024 | PBK | FINANCED BY PKSF | NGO JOB | বিডি ক্যারিয়ার ডেস্ক । BD CAREER DESK

১। পদের নামঃ এলাকা ব্যবস্থাপক

শূন্য পদের সংখ্যাঃ ১০

বয়সঃ অনূর্ধ্ব ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ০২ টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক/স্নাকোত্তর পাস হতে হবে এবং এলাকা ব্যবস্থাপক হিসেবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৫/৭ টি  শাখা পরিচালনা করার ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ ৬ মাস প্রবেশনকালীন ৩৮০০০/- এবং স্থায়ীকরণের পরে ৪২০০০/-

 

২। পদের নামঃ শাখা ব্যবস্থাপক

শূন্য পদের সংখ্যাঃ ২৫

বয়সঃ অনূর্ধ্ব ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ০২ টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ স্নাতক/স্নাকোত্তর পাস হতে হবে এবং শাখা ব্যবস্থাপক হিসেবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজ করার ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ ৬ মাস প্রবেশনকালীন ৩২০০০/- এবং স্থায়ীকরণের পরে ৩৪০০০/-

 

৩। পদের নামঃ হিসাবরক্ষক

শূন্য পদের সংখ্যাঃ ১৫

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ০২টি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ বিকম/এমকম/বিবিএস।এমবিএস পাশ হতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ ৬ মাস প্রবেশনকালীন ১৮০০০/- এবং স্থায়ীকরণের পরে ২৫০০০/-

 

৪। পদের নামঃ ফিল্ড অফিসার

শূন্য পদের সংখ্যাঃ ৫০

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই ০২টি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ স্নাতক পাশ হতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ ৬ মাস প্রবেশনকালীন ২২০০০/- এবং স্থায়ীকরণের পরে ২৪০০০/-


PBK JOB CIRCULAR 2024 | NGO JOB CIRCULAR 2024 | PBK | FINANCED BY PKSF | NGO JOB  বিডি ক্যারিয়ার ডেস্ক । BD CAREER DESK


 শর্তাবলীঃ প্রার্থীর কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদি, নারায়ঙ্গঞ্জ, কুমিল্লা এবং ঢাকা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ১,২ এবং ৩ নং পদের জন্য প্রার্থীদের কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ০৪ নং পদের জন্য বাইসাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যকে প্রার্থীকে ৫০০০/- করে এক কালীন ভাতা প্রদান করা হবে।

 

আগ্রহী প্রার্থীদের আগামী ১২/০১/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তসহ “প্রধান নির্বাহী কর্মকর্তা” পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস  রোড (ইসিবি চত্তরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ বরাবর ডাক যোগে পাঠাতে হবে অথবা ইমেইলঃ pbkhrd007@gmail.com এই ঠিকানায় পাঠানো যাবে।

 

 

 

 

Next Post Previous Post