জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় ০৭টি পদের বিপরীতে ২২টি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ বিডি ক্যারিয়ার ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি |
২৭ ডিসেম্বর ২০২৩খ্রিঃ তারিখে জাতীয় দক্ষতা
উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় ০৭টি পদের বিপরীতে ২২টি শুন্য পনে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম, যোগ্যতা বেতন কাঠামো এবং আবেদনের সময় সুচী সম্পর্কে
নিম্নে বর্ণনা করা হলোঃ
১।
পদের নামঃ প্রোগ্রামা [গ্রেড-০৬]
আবেদনের
যোগ্যতাঃ
ক)
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিয়ারিং
টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
খ)
সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার
হিসেবে অনূন্য ০৪ বৎসের চাকরির অভিজ্ঞতা।
বেতন
কাঠামোঃ ৩৫৫০০-৬৭০১০/-
শুণ্য পদঃ ০১
বয়সসীমাঃ অনুর্ধ্ব ৩০ বছর।
২।
পদের নামঃ সহকারী পরিচালক [গ্রেড-৯]
আবেদনের
যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
বেতন
কাঠামোঃ ২২০০০-৫৩০৬০/-
শুণ্য
পদঃ ০৮
বয়সসীমাঃ
অনুর্ধ্ব ৩০ বছর।
৩।
পদের নামঃ সহকারী মেইনটেনেন্স ইঞ্জিয়ার [গ্রেড-৯]
আবেদনের
যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স
এন্ড ইঞ্জিয়ারিং টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
বেতন
কাঠামোঃ ২২০০০-৫৩০৬০/-
শুণ্য
পদঃ ০১
বয়সসীমাঃ
অনুর্ধ্ব ৩০ বছর।
৪।
পদের নামঃ হিসাবরক্ষন কর্মকর্তা [গ্রেড-৯]
আবেদনের যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্য অনুষদ থেকে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী। কম্পিউটার ব্যাসিক কোর্সে অভিজ্ঞতা।
বেতন
কাঠামোঃ ২২০০০-৫৩০৬০/-
শুণ্য
পদঃ ০১
বয়সসীমাঃ
অনুর্ধ্ব ৩০ বছর।
৫। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক [গ্রেড-১৪]
আবেদনের
যোগ্যতাঃ
ক)
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
খ)
সাঁটলিপিতে প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজীতে ৭০ শব্দের গতি থাকতে হতে হবে।
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায়
২৫ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতি হবে।
বেতন
কাঠামোঃ ১০২০০-২৪৬৮০
শুণ্য
পদঃ ০৩
বয়সসীমাঃ অনুর্ধ্ব ৩০ বছর।
৬।
পদের নামঃ ডাটা- এন্ট্রি অপারেটর [গ্রেড-১৬]
আবেদনের
যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার
মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজীতে ২০ শব্দের গতি হবে।
বেতন
কাঠামোঃ ৯৩০০-২২৪৯০/-
শুণ্য
পদঃ ০২
বয়সসীমাঃ
অনুর্ধ্ব ৩০ বছর।
৭।
পদের নামঃ অফিস সহায়ক [গ্রেড-২০}
আবেদনের
যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন
কাঠামোঃ.৮২৫০-২০০১০/-
শুণ্য
পদঃ ০৭
বয়সসীমাঃ
অনুর্ধ্ব ৩০ বছর।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারী-২০২৩খ্রিঃ
তারিখের মধ্যে টেলিটকের অফিসিয়াল জব পোর্টালের মাধ্যমে বিকেল ৪.০০টার মধ্যে আবেদন করতে
হবে।
আবেদন লিংকঃ nsda teletalk .com .bd
আবেদন
ফিঃ ০১-০৪ নং পদের জন্য
টেলিটকের এসএমএস চার্জ সহ ৬৬৯/- টাকা এবং ৫-৬ নং পদের জন্য ২২৩/- টাকা এবং ০৭ নং পদের
জন্য ১১২/-টাকা প্রদেয় হবে।
আবেদন ফি প্রদানের নিয়মঃ আবেদন ফি প্রদান
করা যাবে টেলিটক সীমের মাধ্যমে।
প্রথমে এসএমএস NSDA>space>USER
ID> Send> 16222
দ্বিতীয় এসএমএসঃ
NSDA>space>YES>PIN> 16222
"সরকারী, বেসরকারী চাকরীর বিজ্ঞপ্তি, ক্যারিয়ার ডেভলোপমেন্ট সংখ্যা তথ্য সবার আগে পেতে নিয়মিত চোখ রাখুন বিডি ক্যারিয়ার ডেস্ক ওয়েবসাইট, ফেসবুক পেজে"