বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে ঢাকার বিজয় স্বরণীতে “মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ” ভাস্কর্য্য উদ্বোধন । বিডি ক্যারিয়ার ডেস্ক । BD CAREER DESK
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে ঢাকার বিজয় স্বরণীতে “মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ” ভাস্কর্য্য উদ্বোধন
১০ নভেম্বর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বিজয় স্বরণিতে নির্মিত “মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ” উদ্বোধন করে। এ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে নির্মিত ভাস্কর্যের নামকরন করা হয় “মৃত্যুঞ্জয়” যা ২০২১ ও ২০২২ সালের বিজয় দিবসের প্যাড়াডে প্রদর্শিত হয়েছিলো।
স্থাপত্যটির সাতটি প্রাচীর স্বাধীনতা সংগ্রামের আলোকিত ০৭টি আন্দোলনের তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ০৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণুভ্যথান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি চিত্রিত করা হয়েছে।
“মৃত্যুঞ্জয়ী” ভাস্কর্যটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে।
“চলমান বিভিন্ন দপ্তর- অধিদপ্তর এবং বেসরকারী ও এনজিও চাকরীর বিজ্ঞপ্তিসহ ক্যারিয়ার উন্নয়নে সহায়ক তথ্য পেতে নিয়মিত বিডি ক্যারিয়ার ডেস্ক ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন”