ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ কার্যক্রমের উদ্বোধন ! বিডি_ক্যারিয়ার_ডেস্ক
ডিজিটাল লেনদেন উৎসাহিত এবং
নগদ লেনদেনকে নিরুৎসাহিত করতে ১৮ জানিয়ারী ২০২৩খ্রিঃ তারিখে ঢাকার মতিঝিলে ক্যাশলেস
বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করা হয়। বাংলা কিউআরকোডের মাধ্যমে পেমেন্টসহ
সকল ডিজিটাল লেনদেন সুফল সাধারণ মানুষকে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে গ্রহকেরা
সেবা বিল পরিশোধ করতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্স এর কিউ আর কোড
থাকলেও সর্বজনীন কিউ আর কোড নেই। ফলে
ঐসব মোবাইল ফাইন্যান্স ও ব্যাংকের ক্ষেত্রে কিউ আর কোড এর মাধ্যমে
পারস্পারিক লেনদেন সীমাবদ্ধ ছিলো। এ অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক সর্বজনীন
বাংলা কোড প্রবর্তণের উদ্যোগ নেয়। ১১ মার্চ ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক “বাংলাকিউআর”
কোড স্ট্যান্ডার্ড ঘোষনা করে। ০৬ জানুয়ারী ২০২১ মোবাইল ফোনে কিউ আর কোডভিত্তিক লোনদেনের
জন্য “বাংলাকিউআর” বাধ্যতামূলক করে। বিডি_ক্যারিয়ার_ডেস্ক