দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি “বিএনএস শেখ হাসিনা” -বিডি_ক্যারিয়ার_ডেস্ক

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মার্চ ২০২৩খ্রিঃ তারিখে গণভবণ থেকে ভার্চ্যুয়ালী বাংলাদশ নৌবাহীনির প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং করেন।

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নামকরণ করা হয় “শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি”। নবনির্মিত এই ঘাটিতে এক সঙ্গে মোট ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধ জাহাজ রাখা যাবে। ১২ মার্চ ২০১৭ সালে চীন থেকে আনা  বনৌজা “নবযাত্রা” ও জয়যাত্রা” নামের সাবমেরিন দূটির কমিশনিং করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালে প্রায় ৭০০ একর জায়গা নিয়ে সাবমেরিন ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয়। এ ঘাটি থেকে দেশের সাবমেরিন দুটির পরিচালনা ও রক্ষণাবেক্ষন হবে। সাবমেরিন দুটির দৈর্ঘ ৭৬ মিটার ও প্রস্থ ৭.৫ মিটার। পূর্ণ ধারনক্ষমতা নিয়ে এগুলোর গতিবেগ ঘন্টায় ১৭ নটিকেল মাইল। বিডি_ক্যারিয়ার_ডেস্ক

Next Post Previous Post