বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০২৩ কে কে পেলো ? বিডি ক্যারিয়ার ডেস্ক
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০২৩ |
সাহিত্যের বিভিন্ন
ক্ষেত্রে অবদানের জন্য ০৫ নভেম্বর ২০২৩ সালে ০৭ জন বিশিষ্ট নাগরিককে বাংলা একাডেমি
সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২৫ নভেম্বর ২০২৩ বাংলা একাডেমির সাধারণ পরিষদের
৪৬তম বার্ষিক সভায় গুনীজনদের হাতে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
মনোনীত ০৭ সাতজন
গুনীজন এবং তারা যে সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে তা নিম্নরুপঃ
১। কবি ওমর কায়সারঃ সা’দাত আলি আখন্দ সাহিত্য পুরস্কার।
২। কমি নির্মূলেন্দ গুণঃ মাযহারুল ইসলাম কবিতা পুরস্কার।
৩।রামেন্দু মজুমদারঃ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরষ্কার।
৪। ডা. এ বি এম আব্দুল্লাহঃ মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার।
৫। ড. অনুপম সেনঃ সাহিত্যিক মোহাম্মদ বরকরুল্লাহ প্রবন্ধ
সাহিত্য পুরস্কার।
৬। ড. মোহাম্মুদ হারুন উর রশিদঃ আবু রুশদ সাহিত্য পুরস্কার।
৭। আব্দুল গাফফারঃ হালীমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।