গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইতিহাসে চালু হতে যাচ্ছে ন্যাশনাল রোমিং !! বিডি ক্যারিয়ার ডেস্ক
জাতীয় রোমিং এর যুগে বাংলাদেশ !
বর্তমান সময়ে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় ডিভাইসটি হলো মোবাইল ফোন! প্রথম দিকে মোবাইল ফোন শুধু মাত্র কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হলেও বর্তমানে মোবাইল ফোন বিবিধ কাজে ব্যবহৃত হচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে এর সাথে বেড়েছে মোবাইল অপারেটরদের সংখ্যা। বর্তমানে বিদ্যমান মোবাইল অপারেটর গুলোর মধ্যে দুই একটি অপারেটর ভালো সেবা দিলেও অন্যরা খুব একটা ভালো সেবা দিতে পাচ্ছে না এর মূল কারণ হলো নেটওয়ার্ক সেবার যথাযথ প্রসার করতে না পারা। এর ফলে গ্রাহক তার কাঙ্খিত সেবা থেকে বঞ্ছিত হচ্ছে ! এই অবস্থা থেকে পরিত্রাণকল্পে দেশে চালু হতে যাচ্ছে ন্যাশনাল রোমিং সেবা।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে দেশের ইতিহাসে এই প্রথম ন্যাশনাল রোমিং সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলালিংক এবং টেলিটক ! ০১লা নভেম্বর ২০২৩খ্রঃ তারিখে বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু করে। জাতীয় রোমিং ব্যবস্থায় বাংলালিংক এবং টেলিটকের গ্রাহকগণ কোন স্থানে তাদের ব্যবহৃত নেটওয়ার্ক দূর্বল বা অনুপস্থিত হলে সেখানে অন্য অপারেটরের নেট ব্যবহার করতে পারবেন। এই ব্যবস্থায় তারা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় নিরবচ্ছিন্নভাবে সেবার সুযোগ পাবেন। বর্তমানে ট্রায়াল রোমিং চালু হলেও পরবর্তীতে বানিজ্যিক ভাবে চালু করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য বর্তমানে বিশ্বের ২২টি দেশে জাতীয় রোমিং চালু রয়েছে।
“চলমান বিভিন্ন দপ্তর- অধিদপ্তর এবং বেসরকারী ও এনজিও চাকরীর বিজ্ঞপ্তিসহ ক্যারিয়ার উন্নয়নে সহায়ক তথ্য পেতে নিয়মিত বিডি ক্যারিয়ার ডেস্ক ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন”