বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লারেশন এন্ড প্রোডাকশন কোম্পানী কর্তৃক দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র আবিস্কার ! BD CAREER DESK| বিডি ক্যারিয়ার ডেস্ক

 

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লারেশন এন্ড প্রোডাকশন কোম্পানী কর্তৃক দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র আবিস্কার ! BD CAREER DESK| বিডি ক্যারিয়ার ডেস্ক
দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র আবিস্কার !

০৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের  খনন কাজ শুরু হয়। বাপেক্সের নকশা ও লোকেশন অনুযায়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার গ্যাজপ্রম কূপ খনন কাজ পরিচালনা করে। ৩৪৭৫ মিটার গভীরতায় খনন করে ৩টি স্তরে  ড্রিল স্ট্রিম টেস্ট এর মাধ্যমে সফলভাবে কূপ খননের কাজ শেষ হয় ১৪ এপ্রিল ২০২৩খ্রিঃ তারিখে। ২৮ এপ্রিল ২০২৩খ্রিঃ তারিখে কূপের মূখে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। নতুন গ্যাস ক্ষেত্র থেকে তিন স্তরে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। ইলিশা-১ ভোলা জেলার তৃতীয় গ্যাস ক্ষেত্র। ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপূরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিস্কার হয়। এর পর ২০১৮ সালে ভোলায় দ্বিতীয় গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়। ইলিশা-১ গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের ২৯তম গ্যাস ক্ষেত্র। সাম্প্রতিক_তথ্যঃ বিডি_ক্যারিয়ার_ডেস্ক
Next Post Previous Post