কর্ণফূলী নদীর তলদেশে নির্মিট “বঙ্গবন্ধু শেখ মুজিবর টানেল” এর বিস্তারিত তথ্য
উদ্বোধনঃ খরস্রোতা নদী কর্ণফূলীর বুক চিরে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” ২৮ অক্টোবর ২০২৩খ্রিঃ তারিখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নদীর তলদেশে টানেল তৈরি করে।
তৈরির ইতিহাসঃ ১২ নভেম্বর ২০১৫ সালে একনেকে টানেল তৈরির প্রস্তাব অনুমোদন হয়। ১৪ অক্টোবর ২০১৬ সালে নির্মাণ কাজের ভিত্তি প্রস্ত্রর স্থাপন করা হয়। আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে। নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্মাণ কারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানী। টানেলটি কর্ণফুলী নদীর ১৫০ মিটার গভীরে নির্মিত হয়েছে।
অর্থায়নঃ বঙবন্ধু টানেল তৈরিতে যৌথভাবে অর্থায়ন করেছে চীন ও বাংলাদেশ।
সংযুক্ত
করেছেঃ আনোয়ারা ও পতেঙ্গা।
দৈর্ঘ্যঃ মূল টানেলের দৈর্ঘ্য ৩৩১৫ মিটার বা ৩.৩২ কিমি। এপ্রোচ চ্যানেলের দৈর্ঘ্য ৫.৩৫ কিঃমিঃ।
টিউবঃ টানলে মোট টিউব ০২টি। প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২৪৫০ মিটার বা ২.৪৫কিঃমিঃ ভিতরের ব্যাস ১০.৮০ মিটার বা ৩৫.৪ ফুট। বাইরের ব্যাস ১২.১২ মিটার বা ৩৯.৮ কিঃ মিঃ। এক টিউব থেকে অন্য টিউবের দুরুত্ব
টিউবে যানবাহন চলবে ওয়ানওয়ে পদ্ধতিতে।