২০২৩ সালের নির্বাচিত ২০০+ এমসিকিউ ! বিডি ক্যারিয়ার ডেস্ক
১। ১৭তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায়
কোনটি?
◙ নাটোরের কাঁচা
গোল্লা [০৮ আগস্ট ২০২৩]।
২। কোন বনভূমিকে দেশের ২৫তম বন্যপ্রানী
অভয়ারণ্য হিসেবে ঘোষনা করা হয়?
◙ বাইশারী ব্যাংডেপা
বন্যপ্রাণী অভয়ারণ্য [রামু, কক্সবাজার]।
৩। ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে
দায়িত্ব গ্রহণ করেন?
◙ মোঃ সাহাবুদ্দিন
[১৮তম]।
৪। দেশের প্রথম জাতীয় ব্রাউজার কোনটি?
◙ তর্জনী
৫। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা
হয় কবে?
◙ ০২ এপ্রিল
২০২৩খ্রিঃ।
৬। কোন উপজেলাকে দেশের প্রথম “স্মার্ট
উপজেলা” হিসেবে ঘোষণা করা হয়?
◙ শিবচর, মাদারীপুর
[৩১ জানুয়ারী, ২০২৩]।
৭। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের
দূতাবাস রয়েছে?
◙ ৬০টি।
৮। বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক
মিশন রয়েছে?
◙ ৮১টি।
৯। স্মার্ট বাংলাদেশ দিবস কবে?
◙ ১২ ডিসেম্বর।
১০। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায়
অবস্থিত?
◙ পঞ্চগড়।
১১। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র
কোনটি?
◙ কক্সবাজার।
১২। বিশ্বে পারমানবিক শক্তি ব্যবহারকারী
দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
◙ ৩৩তম।
১৩। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প
কোনটি?
◙ রুপপুর পারমানবিক
বিদ্যুৎ কেন্দ্র।
১৪। বেসরকারী খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ
কেন্দ্র কোনটি?
◙ এসএস পাওয়ার
প্লান্ট।
১৫। দেশের প্রথম সরকারী সৌর বিদ্যুৎ কেন্দ্র
কোথায় অবস্থিত?
◙ কাপ্তাই রাঙ্গামাটি।
১৬। দেশের প্রথম বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র
কোথায় অবস্থিত?
◙ সুন্দরগঞ্জ,
গাইবান্ধা [তিস্তা সোলার লিমিটেড]।
১৭। বঙ্গবন্ধুকে “ডক্টর অব লজ” মরণোত্তর
ডিগ্রি দেয় কে?
◙ ঢাকা বিশ্ববিদ্যালয়
[২৯ অক্টোবর ২০২৩খ্রিঃ]।
১৮। কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃকালীন
ছুটি চালু করেন?
◙ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
[২৬ সেপ্টেম্বর ২০২৩]।
১৯। ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক
সাক্ষরতার হার কত?
◙ ৬২.৯২%
20। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিভাগ
হিসেবে যাত্রা শুরু করে কোন বিভাগ?
◙ জনস্বাস্থ্য
বিভাগ।
২১। কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে?
◙ চট্রগ্রাম,
মৌলভী বাজার, পঞ্চগড়।
২২। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব কে?
◙ মোঃ মাহবুব
রহমান
২৩।বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটী
গভর্ণর কে?
◙ নূরুন নাহার
২৪। বাংলাদেশ নৌ বাহীনির ১৭তম প্রধান
কে?
◙ মোহাম্মদ নাজমূল
হাসান
২৫। দেশের ১৩তম মহা হিসাব নিরিক্ষক ও
নিয়ন্ত্রক কে?
◙ নুরুল ইসলাম।
২৬। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায়
অবস্থিত?
◙ পেকুয়া, কক্সবাজার।
২৭। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির
নাম কি?
◙ বনৌজা শেখ
হাসিনা।
২৮। মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ
ইউনিটের নাম কি?
◙ এমআরটি পুলিশ
২৯। বনৌজা শের-ই বাংলা ঘাটি কোথায় অবস্থিত?
◙ কলাপাড়া, পটুয়াখালী।
৩০। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি?
◙ শ্যামনগর,
সাতক্ষীরা।
৩১। দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
◙ ওবায়দুল হাসান।
৩২। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কে?
◙ মোঃ তোফাজ্জল
হোসেন মিয়া।
৩৩। কোন স্থল বন্দর ই-গেট উদ্বোধন করা
হয়?
◙ বেনাপোল।
৩৪। দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা
হয়?
◙ 28 ডিসেম্বর,
২০২৩।
৩৫। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য
কত?
◙ ১৯.৮৭২ কিঃমিঃ।
৩৬। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ
কাজ কবে উদ্বোধন করা হবে?
◙ ০২ ফেব্রুয়ারী,
২০২৩।
৩৭। বর্তমানে নদী বন্দর কতটি?
◙ ৪৩টি।
৩৮। দেশের প্রথম আইকনিক রেলস্টেশনের স্থপতি
কে?
◙ মোঃ ফয়েজ উল্লাহ।
৩৯। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত?
◙ ৩.৩২ কিঃমিঃ।
৪০। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসের
নাম কি?
◙ ঢাকা এলিভেটেড
এক্সপ্রেস [উদ্বোধন” ২ সেপ্টেম্বর ২০২৩]।
৪১। বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন
করা হয়?
◙ ২৮ অক্টোবর
২০২৩।
৪২। সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন
করা হয় কব?
◙ ১৭ আগষ্ট ২০২৩খ্রিঃ
৪৩। বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোন বা
জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
◙ আড়াই হাজার,
নারায়নগঞ্জ।
৪৪। বাংলাদেশ ব্যাংক নতুন করে বানিজ্যিক
ব্যাংক চালু করার জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?
◙ ৫০০ কোটি।
৪৫। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের
জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?
◙ ১২৫ কোটি।
৪৬। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে সাধারণ
করমুক্ত আয় কত?
◙ ৩ লক্ষ পঞ্চাশ
হাজার।
৪৭। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে
ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন দেয়?
◙ কড়ি ও নগদ
ডিজিটাল ব্যাংক।
৪৮। বর্তমানে কোন সালকে ভিত্তি বছর মূল্যস্ফিতি
হিসাব করা হয়?
◙ ২০২১-২০২২।
৪৯। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সার
কারখান?
◙ ঘোড়াশাল পলাশ
ফার্টিলাইজার কোম্পানী লিঃ
৫০। ন্যাশনাল কার্ড স্কিম “টাক পে” উদ্বোধন
করা হয়?
◙ ০১লা নভেম্বর
২০২৩খ্রিঃ।