২০২৩ সালের নির্বাচিত ২০০+ এমসিকিউ ! বিডি ক্যারিয়ার ডেস্ক

 


১। ১৭তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি?

  নাটোরের কাঁচা গোল্লা [০৮ আগস্ট ২০২৩]।

২। কোন বনভূমিকে দেশের ২৫তম বন্যপ্রানী অভয়ারণ্য হিসেবে ঘোষনা করা হয়?

  বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য [রামু, কক্সবাজার]।

৩। ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?

  মোঃ সাহাবুদ্দিন [১৮তম]।

৪। দেশের প্রথম জাতীয় ব্রাউজার কোনটি?

  তর্জনী

৫। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে?

  ০২ এপ্রিল ২০২৩খ্রিঃ।

৬। কোন উপজেলাকে দেশের প্রথম “স্মার্ট উপজেলা” হিসেবে ঘোষণা করা হয়?

  শিবচর, মাদারীপুর [৩১ জানুয়ারী, ২০২৩]।

৭। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে?

  ৬০টি।

৮। বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে?

  ৮১টি।

৯। স্মার্ট বাংলাদেশ দিবস কবে?

   ১২ ডিসেম্বর।

১০। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?

  পঞ্চগড়

১১। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

  কক্সবাজার।

১২। বিশ্বে পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?

  ৩৩তম।

১৩। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?

  রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।

১৪। বেসরকারী খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

  এসএস পাওয়ার প্লান্ট।

১৫। দেশের প্রথম সরকারী সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

  কাপ্তাই রাঙ্গামাটি।

১৬। দেশের প্রথম বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

  সুন্দরগঞ্জ, গাইবান্ধা [তিস্তা সোলার লিমিটেড]।

১৭। বঙ্গবন্ধুকে “ডক্টর অব লজ” মরণোত্তর ডিগ্রি দেয় কে?

  ঢাকা বিশ্ববিদ্যালয় [২৯ অক্টোবর ২০২৩খ্রিঃ]।

১৮। কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃকালীন ছুটি চালু করেন?

  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় [২৬ সেপ্টেম্বর ২০২৩]।

১৯। ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক সাক্ষরতার হার কত?

  ৬২.৯২%

20। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে কোন বিভাগ?

  জনস্বাস্থ্য বিভাগ।

২১। কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে?

  চট্রগ্রাম, মৌলভী বাজার, পঞ্চগড়।

২২। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব কে?

  মোঃ মাহবুব রহমান

২৩।বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটী গভর্ণর কে?

  নূরুন নাহার

২৪। বাংলাদেশ নৌ বাহীনির ১৭তম প্রধান কে?

  মোহাম্মদ নাজমূল হাসান

২৫। দেশের ১৩তম মহা হিসাব নিরিক্ষক ও নিয়ন্ত্রক কে?

  নুরুল ইসলাম।

২৬। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায় অবস্থিত?

  পেকুয়া, কক্সবাজার।

২৭। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম কি?

  বনৌজা শেখ হাসিনা।

২৮। মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি?

   এমআরটি পুলিশ

২৯। বনৌজা শের-ই বাংলা ঘাটি কোথায় অবস্থিত?

  কলাপাড়া, পটুয়াখালী।

৩০। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি?

  শ্যামনগর, সাতক্ষীরা।

৩১। দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?

  ওবায়দুল হাসান।

৩২। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কে?

  মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

৩৩। কোন স্থল বন্দর ই-গেট উদ্বোধন করা হয়?

  বেনাপোল।

৩৪। দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়?

  28 ডিসেম্বর, ২০২৩।

৩৫। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত?

  ১৯.৮৭২ কিঃমিঃ।

৩৬। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ কবে উদ্বোধন করা হবে?

  ০২ ফেব্রুয়ারী, ২০২৩।

৩৭। বর্তমানে নদী বন্দর কতটি?

  ৪৩টি।

৩৮। দেশের প্রথম আইকনিক রেলস্টেশনের স্থপতি কে?

  মোঃ ফয়েজ উল্লাহ।

৩৯। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত?

  ৩.৩২ কিঃমিঃ।

৪০। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসের নাম কি?

  ঢাকা এলিভেটেড এক্সপ্রেস [উদ্বোধন” ২ সেপ্টেম্বর ২০২৩]।

৪১। বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হয়?

  ২৮ অক্টোবর ২০২৩।

৪২। সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করা হয় কব?

  ১৭ আগষ্ট ২০২৩খ্রিঃ

৪৩। বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?

  আড়াই হাজার, নারায়নগঞ্জ।

৪৪। বাংলাদেশ ব্যাংক নতুন করে বানিজ্যিক ব্যাংক চালু করার জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?

  ৫০০ কোটি।

৪৫। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে?

  ১২৫ কোটি।

৪৬। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে সাধারণ করমুক্ত আয় কত?

  ৩ লক্ষ পঞ্চাশ হাজার।

৪৭। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন দেয়?

  কড়ি ও নগদ ডিজিটাল ব্যাংক।

৪৮। বর্তমানে কোন সালকে ভিত্তি বছর মূল্যস্ফিতি হিসাব করা হয়?

  ২০২১-২০২২।

৪৯। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখান?

  ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কোম্পানী লিঃ

৫০। ন্যাশনাল কার্ড স্কিম “টাক পে” উদ্বোধন করা হয়?

  ০১লা নভেম্বর ২০২৩খ্রিঃ।

 

 

 

Next Post Previous Post